শীতকালে যে উপায়ে মুলতানি মাটি মাখবেন

27 November 2023

তৈলাক্ত ত্বকের জন্য আদর্শ মুলতানি মাটি। মুলতানি মাটি ব্যবহারের পর মুখ থেকে অতিরিক্ত তেল দূর হয়ে যায়। চিটচিটে ভাব থাকে না।

গরমকালে মুলতানি মাটি ব্যবহার করলে সবচেয়ে ভাল ফল পাওয়া যায়। কিন্তু এখন শীতকালে তার সঙ্গে শুষ্ক ত্বকের সমস্যা বেশি।

শুষ্ক ত্বকের যত্নেও ব্যবহার করা যায় মুলতানি মাটি। কিন্তু মানতে হবে বিশেষ টিপস। মুলতানি মাটি শুষ্ক ত্বককে এক্সফোলিয়েট করে। 

প্রাকৃতিক স্ক্রাব হিসেবে ব্যবহার করতে পারেন মুলতানি মাটি। এতে মুখে জমে থাকা সমস্ত ময়লা, মৃত কোষ পরিষ্কার হয়ে যাবে।

১ চা চামচ মুলতানি মাটির সঙ্গে ১ চা চামচ দই মিশিয়ে ফেসপ্যাক বানিয়ে নিন। এটি মুখে ১৫ মিনিট লাগিয়ে রাখুন, তারপর ধুয়ে ফেলুন।

মুলতানি মাটির সঙ্গে টক দই ত্বককে এক্সফোলিয়েট করবে এবং মসৃণ ত্বক এনে দেবে। এই ফেসপ্যাক সপ্তাহে একবার ব্যবহার করুন। 

মুলতানি মাটির সঙ্গে ১ চা চামচ মধু ও ১ চামচ গোলাপ জল মিশিয়েও মুখে মাখতে পারেন। এই ফেসপ্যাক ত্বককে হাইড্রেট রাখে।

মুলতানি মাটির ফেসপ্যাক ব্যবহারের পর অবশ্যই মুখে ময়েশ্চারাইজার মেখে নিন। এতে ত্বকের জেল্লা বাড়বে।