প্রাকৃতিক উপাদানেই ত্বকে পাবেন উৎসবের চমক
09 October 2023
পুজোর বাদ্যি বেজে গিয়েছে। উৎসবের সাজো-সাজো রব। স্যালোঁতেও বেড়েছে ভিড়। কিন্তু ফেসিয়াল কি সেরা ফলাফল দিচ্ছে?
পুজোর আগে ত্বকের জেল্লা বাড়াতে অনেকেই পার্লারে যান। তাই উৎসবের মরশুমে ভিড় উপচে পড়ে সেলুন, পার্লারগুলোতেও।
পুজোর মুখে ত্বকের উপর নতুন প্রসাধনী ব্যবহার করা উচিত নয়। রাসায়নিক ব্যবহারের ফলে ত্বকের মারাত্মক ক্ষতিও হতে পারে।
বাড়িতে প্রাকৃতিক উপাদান দিয়ে ত্বকের যত্ন নিন। রোজ দুধ দিয়ে মুখ পরিষ্কার করুন। দু'দিনের মধ্যে ত্বকের উজ্জ্বলতা বেড়ে যাবে।
ব্রণয় ভুগলে নিম পাতা ও হলুদ একসঙ্গে বেটে মুখে লাগান। টানা ৭ দিন এটি ব্যবহার করলেই ব্রণ, দাগছোপ এক নিমেষে দূর হয়ে যাবে।
পুজোয় ক্রাশের নজর কাড়তে রোজ মুখে চন্দনকাঠ বেটে লাগান। পুজোর আগেই পাবেন ঝকঝকে, উজ্জ্বল ও নিখুঁত ত্বক, গ্যারান্টি।
অল্প কেশর দুধে ভিজিয়ে মুখে লাগিয়ে নিন। ব্রণ, দাগছোপ দূর হবেই পাশাপাশি পুজোর আগে মুখে পাবেন প্রাকৃতিক জেল্লা।
হাতে সময় কম থাকলে সপ্তাহে দু'দিন বেসন, দই ও হলুদ মিশিয়ে মুখে লাগান। এই ফেসপ্যাক উজ্জ্বল ত্বক ফিরিয়ে দিতে কার্যকর।
আরও পড়ুন