29 June 2024
সোনার মতো ত্বক পেতে চান? একটাই উপায়
TV9 Bangla
নিজেদের সৌন্দর্য বাড়াতে মহিলাদের অনেকেই নিয়ম করে রূপচর্চা করে থাকেন। এতে অনেকে উপকারও পান।
বর্তমান সময়ে রূপচর্চার জন্য প্রসাধনীর অভাব নেই। কিন্তু রূপচর্চার উপাদান হিসাবে বহু প্রাচীন কাল থেকে ব্যবহৃত হচ্ছে হলুদ।
কাঁচা
হলুদের গুণ প্রচুর। মুখের দাগছোপ কমানো হোক বা মুখের উজ্জ্বলতা বাড়ানো- সবেতেই কার্যকরী কাঁচা হলুদ।
যে কোনও ফেসপ্যাকের সঙ্গে হলুদ মেশালে ত্বকের জন্য তা দারুণ উপকারী হয়ে ওঠে।
রোজ যদি স্নানের আগে কাঁচা হলুদ মাখে
ন তাহলে কয়েক সপ্তাহের মধ্যেই ত্বকের রং সোনার মতো উজ্জ্বল হয়ে উঠবে।
বাজার থেকে কাঁচা হলুদ কিনে আনুন। তার পর ভালো করে ধুয়ে থেঁতো করে নিন। তার পর তাতে মেশান মধু।
স্নানের আগে ভালো করে মুখ ধুয়ে নিন। যাতে মুখে ধুলোবালি না থাকে।
এর পর হলুদের প্যাক মুখ, ঘাড়ে লাগিয়ে নিন। মিনিট দশেক তা রেখে নিন। এর পর জল দিয়ে ধুয়ে ফেলুন।
Learn more