23 June 2024
মুখের তৈলাক্তভাব কমাবে চালের গুঁড়ো, কীভাবে মাখবেন জানুন
TV9 Bangla
তৈলাক্ত ত্বক যাঁদের এই গরমে তাঁদের অস্বস্তি কয়েক গুণ বেড়ে যায়। ঘেমে সব সময় প্যাঁচপ্যাঁচ করে মুখ।
সেই সমস্যার সমাধানে অনেক প্রসাধনী ব্যবহার বা পার্লারে ছোটেন অনেকেই। কিন্তু তাতে পুরোপুরি মুক্তি মেলে না।
কিন্তু ঘরোয়া কিছু উপায়ে তৈলাক্ত ত্বকের বিরক্তি থেকে মুক্তি পেতে পারেন। এতে চালের গুঁড়ো দারুণ কাজে আসবে।
চালের গুঁড়ো তৈলাক্ত এবং ব্রণ প্রবণ ত্বকের জন্য অত্যন্ত উপকারী। কারণ চালের গুঁড়ো ত্বকের অতিরিক্ত তেল শুষে নেয়।
এ ছাড়াও এতে আছে অ্যান্টি-ইনফ্লেমেটরি উপাদান, যা র্যাশ, চুলকানির মতো সমস্যা থেকে মুক্তি দেয়।
তৈলাক্ত ত্বক থেকে মুক্তির জন্য চালের গুঁড়োর সঙ্গে মেশান মুলতানি মাটি। তার পর গোলাপ জল দিয়ে ভালো করে নেড়ে থকথকে মিশ্রণ বানিয়ে নিন।
তার পর সারা মুখে লাগিয়ে নিন। এভাবে ৮-১০ মিনিট রেখে দিন। তার পর মুখ ঘষে ঘষে ধুয়ে ফেলুন।
এ ভাবে ব্যবহার করলে ব্রণের সমস্যা কমবে। ত্বকের তৈলাক্ত ভাব থেকে মুক্তি মিলে মুখ হবে উজ্জ্বল।
Learn more