পুজোর আগে ব্রণকে বলুন 'টা-টা'
25 September 2023
সেই আদ্যিকাল থেকে রূপচর্চায় চন্দন ব্যবহার হয়ে আসছে। এমনকী বিভিন্ন প্রসাধনীতেও চন্দন ব্যবহার করা হয়।
ত্বকের বিভিন্ন সমস্যা রুখে দিতে চন্দনের জুড়ি মেলা ভার। পাশাপাশি ত্বকের জেল্লাও বাড়িয়ে তোলে চন্দনের ফেসপ্যাক।
পুজোর আগে নিখুঁত ত্বক পেতে আজ থেকেই চন্দনের ফেসপ্যাক ব্যবহার করুন। চন্দন বাটা কিংবা গুঁড়ো চন্দন ব্যবহার করুন।
ত্বকের তেলতেলে ভাব কমাতে সাহায্য করে চন্দন। পাশাপাশি তৈলাক্ত ত্বকে ব্রণর সমস্যা সবচেয়ে বেশি দেখা দেয়।
চন্দন বাটা বা গুঁড়োয় গোলাপ জল মিশিয়ে ত্বকে লাগান। ১০ মিনিট রাখুন। তারপর পরিষ্কার জল দিয়ে মুখ ধুয়ে ফেলুন।
এছাড়া আপনি চন্দনের সঙ্গে মুলতানি মাটি ও গোলাপ জল মিশিয়ে ফেসপ্যাক বানাতে পারেন। এটিও ত্বকের তেলতেলে ভাব ও ব্রণ কমাবে।
রোদে পোড়া দাগ তুলতেও চন্দনের সঙ্গে গোলাপ জল টক দই মিশিয়ে মুখে লাগান। ৫ দিনের মধ্যেই সমস্ত ট্যান উধাও হবে।
চন্দনের সঙ্গে বিউলির ডাল ও গোলাপ জল মিশিয়েও ফেসপ্যাক বানাতে পারেন। এই ফেসপ্যাক ত্বককে পরিষ্কার করতে সাহায্য করবে।
আরও পড়ুন