কী মেশালে বাড়বে অ্যালোভেরা জেলের গুণ?
17 September 2023
ত্বক ও চুলের যত্নে বরাবরই অ্যালোভেরার কদর বেশি। ত্বক পরিচর্চার ক্ষেত্রে সাধারণত অ্যালোভেরা জেল লাগালেই কাজ চলে যায়।
ত্বকের ছোটখাটো সমস্যা অ্যালোভেরা জেল দিয়ে রুখে দেওয়া যায়। কিন্তু অনেক সময় ত্বকের ক্ষেত্রে অ্যালোভেরা জেল যথেষ্ট নয়।
অনেক ক্ষেত্রে শুধু অ্যালোভেরা জেল মেখে ব্রণ বা দাগছোপের সমস্যাকে দূর করা যায় না। এক্ষেত্রে দরকার পড়ে বাড়তি যত্ন।
ভিটামিন, মিনারেল ও অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর অ্যালোভেরা। এর সঙ্গে আরও প্রাকৃতিক উপাদান মেশালে ত্বকের সমস্যা দ্রুত কমবে।
ব্রণর সমস্যা দূর করতে আপনি অ্যালোভেরা জেলের সঙ্গে লেবুর রস মিশিয়ে ত্বকের উপর লাগান। ১৫-২০ মিনিট রেখে ধুয়ে ফেলুন।
ত্বকের দাগছোপ দূর করতে এবং তেলতেলে ভাব কমাতে অ্যালোভেরা জেলের সঙ্গে গোলাপ জল মিশিয়ে মাখতে পারেন।
রাতে অ্যালোভেরা জেলের সঙ্গে ভিটামিন ই অয়েল মিশিয়ে মুখে মাখুন। এই নাইট ক্রিম আপনার ত্বকের আর্দ্রতা বজায় রাখবে।
রোজ অ্যালোভেরা জেল মাখার সময় না পেলে, এই ৩ টোটকা সপ্তাহে ২-৩দিন মেনে চলুন। এতেই পাবেন মনের মতো ত্বক।
আরও পড়ুন