ফলের খোসা ফেলবেন না
11 November 2023
কমলালেবু, পেঁপের মতো ফল স্বাস্থ্যের পাশাপাশি ত্বকের জন্যও উপকারী। কিন্তু এই ফলগুলোর খোসার কী গুণ, জানেন কি?
ত্বকের যত্নে কাজে আসতে পারে ফলের খোসা। উৎসবের মরশুমে রাতারাতি ত্বকের জেল্লা বাড়াতে চাইলে ফলের খোসা ব্যবহার করুন।
ফলের খোসা ত্বককে পুষ্টি জোগায়। পাশাপাশি ফলের খোসা প্রাকৃতিক উপায়ে ত্বককে এক্সফোলিয়েট করতে সাহায্য করে।
কমলালেবুর খোসার মধ্যে ভিটামিন সি রয়েছে। এটি ত্বকের জেল্লা বাড়াতে, মৃত কোষ ও দাগছোপ দূর করতে সাহায্য করে।
পাতিলেবুর খোসাও রূপচর্চায় ব্যবহার করতে পারেন। এটি সাইট্রিক অ্যাসিড রয়েছে, যা ত্বকের উপর প্রাকৃতিক ব্লিচ হিসেবে কাজ করে।
পাকা পেঁপের মতো এর খোসাতেও পাপাইন নামের যৌগ রয়েছে, যা সুন্দর ত্বক গঠনে সাহায্য করে। এটি কোমল ত্বক গঠনে সাহায্য করে।
কলার খোসার মধ্যে অ্যান্টিঅক্সিডেন্ট, ভিটামিন ও মিনারেল রয়েছে। এটি ত্বককে ময়েশ্চারাইজ করে ও প্রদাহ কমায়।
আপেলের খোসায় ভিটামিন সি ও অ্যান্টিঅক্সিডেন্ট আছে। এটি ত্বকের বার্ধক্যকে প্রতিরোধে সাহায্য করে এবং জৌলুস বাড়িয়ে তোলে।
আরও পড়ুন