বর্ষা আসলেও কমেনি সূর্যিমামার দাপট
তাই মুখ পুড়ছে রোদে
ট্যান তুলতে পার্লারে গিয়ে একগাদা টাকা খরচ করছেন?
এসব না করে ভরসা রাখুন ঘরোয়া ফেস প্যাকে
চন্দন গুঁড়ো, শসার রস, অ্যালোভেরা জেল ও গোলাপ জল একসঙ্গে মিশিয়ে প্য়াক তৈরি করুন
এছাড়া ব্যবহার করতে পারেন দই, বেসন, কলা ও পেঁপের ফেস প্যাক
আলুর রসও ট্যান তুলতে সাহায্য় করে
কলার খোসা দিয়ে ঘষেও ট্যান তোলা যায়
তবে জোরে নয়, আলতোভাবে ঘষুন