মাথার সামনে বড় হচ্ছে টাক? ব্যবহার করুন এই তেল

26 August 2023

আধুনিক ব্যস্ত জীবনে চুল ঝরে পড়ার সমস্যায় কমবেশি সকলেই ভুগছেন।  চুল ঝরে পড়ার কারণগুলি হল- স্ট্রেস, জেনেটিক্স, অসুস্থতা, দুষণ। অনেক সময় জলের কারণেও চুল ঝরে পড়ে

 চুল পড়া বন্ধ করতে বৈজ্ঞানিকভাবে প্রমাণিত পাঁচটি উপায়। যা মেনে চললেই কাজ হতে বাধ্য। আসুন জেনে নেওয়া যাক কী সেগুলি...

রোজমেরি তেল প্রায়শই প্রসাধনী পণ্যগুলিতে এর প্রশান্তিদায়ক বৈশিষ্ট্যগুলির কারণে ব্যবহৃত হয়। এটি মাথার ত্বককে উদ্দীপিত করতে, রক্ত সঞ্চালন বাড়াতে এবং স্বাস্থ্যকর চুলের বৃদ্ধিতে সহায়তা করে

 গবেষণায় দেখা গেছে যে রোজমেরি তেল  চুল পড়া প্রতিরোধের করতে সাহায্য করে।  শ্যাম্পু বা কন্ডিশনারে কয়েক ফোঁটা যোগ করুন এবং  মাথার ত্বকে ম্যাসাজ করুন

চাপ কমাতে সাহায্য করে ল্যাভেন্ডার তেল। এছাড়া চুল পড়াকেও রুখে দেয়। যে শ্যাম্পু বা কন্ডিশনার ব্যবহার করেন তাতে কয়েক ফোঁটা এই তেল মিশিয়ে ব্যবহার করুন।  উপকার পাবেন

এছাড়া ব্যবহার করতে পারেন পেপারমিন্ট অয়েল। এই তেল চুলকে পুষ্টি জোগায় ও নতুন চুল গজাতে সাহায্য করে

চুলের জন্য দারুণ উপকারি তেল হল নারকেলের তেল। ত্বকের যাবতীয় সংক্রমণ রোধ করার সঙ্গে-সঙ্গে টাক পড়া থেকে রক্ষা করে

আধুনিক ব্যস্ত জীবনে চুল ঝরে পড়ার সমস্যায় কমবেশি সকলেই ভুগছেন।  চুল ঝরে পড়ার কারণগুলি হল- স্ট্রেস, জেনেটিক্স, অসুস্থতা, দুষণ। অনেক সময় জলের কারণেও চুল ঝরে পড়ে

টি ট্রি অয়েলেও চুলের জন্য ভীষণই উপকারি। চুলকে আর্দ্রতা দেয় এই তেল। শ্যাম্পুর সঙ্গে মিশিয়ে ব্যবহার করলে কাজ হবে

আরও একটি ভাল উপায় হল ক্যাস্টর অয়েল। যা চুল পড়াকে রুখে দেয় ও নতুন চুল গজাতে সাহায্য করে