21 January 2024

চরম শীতেও ফাটবে না ঠোঁট

credit: istock

TV9 Bangla

শীতকাল মানেই ঠোঁট ফাটার সমস্যা। অনেকের আবার ঠোঁট ফেটে, তা থেকে চামড়াও উঠতে থাকে।                                         

কিন্তু এই সমস্যার সমাধাম খুঁজতে দেরি করলেই ঠোঁট ফেটে রক্ত বেরতে পারে। তাই তার আগেই জেনে নিন সমাধান।

এর জন্য আপনাকে কোথায় যেতে হবে না। টাকাও খরচ করতে হবে না। আপনি বাড়ি বলেই স্ক্রাবার বানিয়ে নিতে পারবেন।

তাই দোকানের কেনা লিপ স্ক্রাব ছেড়ে, বাড়িতেই বানিয়ে ফেলুন লিপ স্ক্রাবার। এর জন্য এক চামচ  চিনির সঙ্গে মধু বা নারকেল তেল মিশিয়ে নিন ভাল করে।

তারপর সেটাকে ঠোঁটে ভাল করে ঘষুন। ২-৩ মিনিট পরে ঠোঁট ভাল করে ধুয়ে নিন। এতে ঠোঁটের মৃত কোষ যেমন দূর হবে তেমনই নরম থাকবে।

দুধে কয়েকটি গোলাপের পাপড়ি ভিজিয়ে সেটাকে বেটে নিন। তারপর ঠোঁটে সেটা লাগিয়ে কিছুক্ষণ রেখে ধুয়ে নিন।

আপনি চাইলে কফি স্ক্রাবারও ব্যবহার করতে পারেন। তার জন্য একটু কফি পাউডার নিয়ে, তাতে সামান্য মধু দিয়ে ভাল করে মিশিয়ে নিন।

এবার সেই মিশ্রণ ভাল করে ঠোঁটে ঘষে নিন। তাহলেই সমস্যার সুরাফা হয়ে যাবে। আর ঠোঁটের মৃত কোষকে সরিয়ে ফেলতে পারবেন।