26 January 2024

হলুদেই তাড়ান মুখ ভর্তি ব্রণর কালো দাগ

credit: istock

TV9 Bangla

মুখে প্রচুর পরিমাণে ব্রণ হয়? আর তারফলেই মুখ ভর্তি কালো দাগে ভরে গিয়েছে? এই সমস্যার সমাধান খুঁজেছেন?

হলুদের ফেসপ্যাক, ফেসিয়াল টোনার এবং ক্রিম ব্যবহারের চল রয়েছে ঘরে ঘরে। এমনকী একাধিক বিউটি প্রোডাক্টেও এর ব্যবহার চোখে পড়ে।

কিন্তু প্রশ্ন হল, এই প্রাকৃতিক উপাদানটি কি আদৌ আপনার ত্বকের যত্ন নিতে পারে? জেনে নিন কী বলছেন বিশেষজ্ঞরা।

বিশেষজ্ঞদের মতে, হলুদে পলিফেনল, স্টেরল এবং অ্যালকালয়েডের মতো একাধিক উপকারী উপাদান রয়েছে। তাছাড়া এটি অ্যান্টিঅক্সিড্যান্টেও ঠাসা।

যে কারণে নিয়মিত হলুদ লাগালে ত্বকের ভিতর জমে থাকা টক্সিন বেরিয়ে যায়। ফলে উপকার মেলে হাতেনাতে।                                                                               

এই প্রাকৃতিক উপাদানের অ্যান্টি-ইনফ্ল্যামেটরি গুণও রয়েছে, যা আপনার ত্বকের অন্দরে প্রদাহ নিয়ন্ত্রণ করতে সিদ্ধহস্ত।

ফলে হলুদের ছোঁয়ায় ত্বকের জ্বালা এবং লাল ভাব কমে যাবে মুহূর্তেই। এমনকী ত্বকের ক্ষত সারিয়ে তুলতেও সাহায্য করবে এই প্রাকৃতিক উপাদানটি।

সেই সঙ্গে নিয়ন্ত্রণ করবে সংক্রমণকেও। এদিকে হলুদে উপস্থিতি কারকিউমিন ত্বকের জেল্লা বাড়াতেও কার্যকরী ভূমিকা নেয়।