১০ টাকায় দূর করুন শুষ্ক ত্বকের সমস্যা
02 November 2023
বাতাসে শীতের আমেজ। শীত আসার আগে থেকেই ত্বক শুকিয়ে যেতে শুরু করেছে। সবচেয়ে বেশি কষ্ট শুষ্ক ত্বকের ব্যক্তিদের।
শুষ্ক ত্বক না হলেও, ঠান্ডা আবহাওয়ায় চামড়ায় টান ধরে। পাশাপাশি ত্বক আর্দ্রতা হারিয়ে ফেলে। যার জেরে ত্বকের সমস্যা বাড়তে থাকে।
শুষ্ক ত্বকের যত্নে কাজে আসতে পারে ভিটামিন ই ক্যাপসুল ও নারকেল তেল। এই দুই উপাদানই ত্বকের যত্নে সেরা ফল দেয়।
ভিটামিন ই ক্যাপসুল ও নারকেল তেল একসঙ্গে মুখে মাখলে ত্বক ময়েশ্চারাইজড থাকে। পাশাপাশি ত্বকের আর্দ্রতা বজায় থাকে।
ভিটামিন ই ক্যাপসুল ও নারকেল তেল একসঙ্গে ব্যবহারের ফলে আপনি ত্বকে বলিরেখা, সূক্ষ্মরেখা, দাগছোপও দূর করতে পারবেন।
রাতে ঘুমোতে যাওয়ার আগে মুখ ভাল করে ধুয়ে মুছে নিন। ভিটামিন ই ক্যাপসুলের তরলের সঙ্গে ২ ফোঁটা নারকেল তেল মিশিয়ে নিন।
এই মিশ্রণটি দিয়ে মুখে লাগান এবং হালকা হাতে ২০ মিনিট মালিশ করুন। এভাবেই ঘুমিয়ে পড়ুন। পরদিন সকালে মুখ ধুয়ে নিন।
ভিটামিন ই ও নারকেল তেলের মিশ্রণটি ত্বকে রক্ত সঞ্চালন বৃদ্ধি করবে। এটি ব্যবহার করলে শুষ্ক ত্বকের সমস্যা এড়াতে পারবেন।
আরও পড়ুন