22 June 2024
রোদে পোড়া দাগ উঠবে শসার রসে, ব্যবহার জানালেই হল
TV9 Bangla
গরমের এই চড়া রোদে অনেকেরই ত্বক পুড়েছে। ট্যান পড়েছে। সানস্ক্রিন লাগিয়েও লাভ হয়নি।
কিন্তু সেই ট্যান আপনি তুলবে ফেলতে পারবেন বাড়িতেই। এই কাজে আপনার ভরসা হতে পারে শসা।
ত্বকের আর্দ্রতা বজায় রাখতে শসার ভূমিকা রয়েছে। অ্যান্টি অক্সিড্যান্ট এবং ভিটামিনে ভরপুর শসা খেলে যেমন উপকার, তেমন রূপচর্চাতেও কাজ দেয়।
প্রথমে শসা ধুয়ে খোসা ছাড়িয়ে নিন। তার পর ছোট টুকরো করুন। ব্লেন্ডারে পেস্ট করে ছেঁকে নিন। এই রস পরিষ্কার বোতলে ভরে রাখতে পারেন।
বাইরে থেকে এসে ফেসওয়াশ দিয়ে মুখ ধুয়ে তৈরি করে রাখা শসার করে লাগিয়ে নিতে পারেন।
আপনার ত্বক যদি শুষ্ক হয়, তাহলে শসার এই রসের সঙ্গে অ্যালোভেরা জেল মিশিয়ে নিতে পারেন। তার পর তা মেখে ১০-১৫ মিনিট রেখে ধুয়ে ফেলুন।
এ ভাবে শসার রস ব্যবহার করলে সানবার্নের সমস্যা থেকে মুক্তি মিলবে। মুখের পাশাপাশি ঘাড়ে, হাতেও তা লাগাতে পারেন।
তবে শসার রস ব্যবহার করে মুখ ধোয়ার পর অবশ্যই ময়েশ্চারাইজার ব্যবহার করবেন। তাতে ত্বক থাকবে ভালো।
Learn more