09 December 2023

ভিটামিন ই ক্যাপসুল ত্বকের জন্য ভাল কি?

credit: istock

TV9 Bangla

সোশ্যাল মিডিয়ায় হোমমেড ফেসপ্যাকের ভিডিয়ো দেখে অনেকেই ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুলের নির্যাস ব্যবহার করেন।

ভিটামিন ই ক্যাপসুলের নির্যাস আদতে ত্বকের জন্য কি ভাল, তা জানেন? ভিটামিন ই ক্যাপসুলের নির্যাস ত্বকের ক্ষতিও করতে পারে।

ভিটামিন ই পুষ্টি ত্বকের উপর ঢাল হিসেবে কাজ করে। এটি ত্বকে রক্ত সঞ্চালন উন্নত করে এবং দাগছোপ দূর করতে সাহায্য করে।

ত্বকের উপর সরাসরি ভিটামিন ই ক্যাপসুলের নির্যাস মাখা যায় না। এতে ত্বকের জেল্লা বাড়ার বদলে ক্ষতিও হতে পারে।

ব্রণ প্রবণ ত্বকে ভিটামিন ই ক্যাপসুলের নির্যাস মাখা উচিত নয়। এতে রোমকূপের মুখ বন্ধ হয়ে যায় এবং ব্রণর সমস্যা বাড়ে। 

সংবেদনশীল ত্বকে সরাসরি ভিটামিন ই ক্যাপসুলের নির্যাস মাখলে প্রদাহ বাড়তে পারে। র‍্যাশ, ফুসকুড়ি, অ্যালার্জি‌ দেখা দিতে পারে।

ত্বকের উপর কখনওই ভিটামিন ই ক্যাপসুলের নির্যাস সরাসরি ব্যবহার করা উচিত নয়। বরং, এই তরল দিয়ে ফেসপ্যাক বানিয়ে নিন। 

ভাতের থালা সাজিয়ে নিয়ে বসতেই মনে পড়ল এক টুকরো পাতিলেবু হলে ভাল হয়। কিন্তু দেখলেন লেবু শুকিয়ে গিয়েছে।