22 January 2024

গ্লোয়িং ত্বকের রহস্য শুধু অ্যালোভেরা নয় 

credit: istock

TV9 Bangla

রূপচর্চায় অ্যালোভেরার ব্যবহার নতুন বিষয় নয়। কাটাছেঁড়া থেকে শুরু করে ব্রণ, দাগছোপ দূর করতে সহায়ক তাজা অ্যালোভেরা জেল।

ভিটামিন, মিনারেল ও অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর অ্যালোভেরা জেল। ত্বকের স্বাস্থ্যকে ভাল রাখতে এই প্রাকৃতিক উপাদানের জুড়ি মেলা ভার।

ত্বকের জেল্লা বাড়াতেও কার্যকর অ্যালোভেরা জেল। প্রতিদিন মুখে অ্যালোভেরা জেল মাখলে ত্বকের সমস্যা কমবে এবং জেল্লা বাড়বে।

আজকাল বাজারচলতি অ্যালোভেরা জেলই ব্যবহার করেন সকলে। কিন্তু তাজা অ্যালোভেরা জেল ব্যবহার করলে সবচেয়ে ভাল ফল পাওয়া যায়।

তাজা অ্যালোভেরা জেল ত্বকের সমস্যা কমালেও, ত্বকে প্রাকৃতিক উজ্জ্বলতা আনতে পারে না। এতে মেশাতে হবে আরও প্রাকৃতিক উপাদান। 

রাতে ঘুমোতে যাওয়ার আগে অ্যালোভেরা জেলের সঙ্গে ভিটামিন ই অয়েল মিশিয়ে নিয়ে মাখুন। এতে ত্বক কোমল ও মসৃণ হয়ে উঠবে।

রোজ রূপচর্চা করার সময় না থাকলে সপ্তাহে দু-তিন বার  অ্যালোভেরার সঙ্গে গোলাপ জল মিশিয়ে মুখে মাখুন। এতেও গ্লো বাড়বে।

সপ্তাহে যদি  ১ দিন সময় পান, তখন অ্যালোভেরা জেলের সঙ্গে লেবুর রস মিশিয়ে মুখে মাখুন। ১৫-২০ মিনিট রেখে ধুয়ে ফেলুন।