ত্বকে তাৎক্ষণিক জেল্লা পেতে কী করবেন?

27 August 2023

উজ্জ্বল সুন্দর ত্বকের স্বপ্ন দেখেন কমবেশি সকলেই। তবে এমনি-এমনি এই সাধ পূরণ হওয়া সম্ভব নয়। তাই নিতে হবে সঠিক যত্ন

এমন কয়েকটি উপায় রয়েছে যা মেনে চললেই ত্বকে আসবে তাৎক্ষণিক উজ্জ্বলতা। কীসেগুলি? জানুন ঝটপট

এক্ষেত্রে আপনাকে সাহায্য করতে পারে অ্যালোভেরা জেল। ত্বকের হারানো জেল্লা ফেরাতে একাই একশো এই অ্যালোভেরা

এছাড়া ব্য়বহার করতে পারেন টমেটোও। এতে লাইকোপিন রয়েছে যা প্রাকৃতিক ব্লিচ হিসেবে ব্যবহৃত হয়। ত্বকে তাৎক্ষণিক জেল্লা ফেরে এর গুণে

কয়েকটি টমেটো টুকরো করে নিয়ে সরাসরি ত্বকে লাগিয়ে নিন। উপকার পাবেন। মুখ চকচক করবে

এক্ষেত্রে আপনাকে সাহায্য করতে পারে লেবু ও মধু মাস্কও। এতে ভিটামিন সি রয়েছে যা ত্বকের জেল্লা ফেরাতে সাহায্য করে

এক টুকরো লেবু কেটে নিন। তাতে কয়েক ফোঁটা লেবুর রস দিয়ে একসঙ্গে মিশিয়ে ব্যবহার করে দেখুন। উপকার পাবেন

এছাড়া ব্যবহার করতে পারেন ওটমিল স্ক্রাবও। ত্বক এক্সফ্লয়েট করতে সাহায্য করে এই স্ক্রাব। আর ত্বক এক্সফ্লয়েট করলে ত্বকের মৃত কোষ দূর হয়

ফলে ত্বক দেখায় পরিষ্কার ও জেল্লাদার। ওটমিলের সঙ্গে টকদই মিশিয়ে স্ক্রাবের মত করে ব্যবহার করুন। উপকার পাবেন