কেমন চিরুনি দিয়ে চুল আঁচড়াবেন?
08 October 2023
কথায় রয়েছে, চুল থাকলে কেউ চুলের মর্ম বোঝে না। তাই ঠিকমতো তার দেখভালও করে না। আর এতেই বাড়ে চুলের হাজারো সমস্যা।
চুলের যত্ন নিতে গেলে নিয়মিত তেল মালিশ, শ্যাম্পু, হেয়ার মাস্ক ব্যবহার করতেই হবে। তবে, সবচেয়ে জরুরি চুল আঁচড়ানো।
আপনাকে প্রতিদিন কমপক্ষে ৩-৪ বার চুল আঁচড়ানো দরকার। এতে স্ক্যাল্পে রক্ত সঞ্চালন হয়, চুলের বৃদ্ধি ঘটে এবং চুল পরিষ্কার থাকে।
কিন্তু চুল আঁচড়ানোর ক্ষেত্রে আমরা সবচেয়ে বেশি ভুল করে থাকি। যে কারণে নামীদামি প্রসাধনী ব্যবহার করেও উপকার মেলে না।
চুল আঁচড়ানোর ক্ষেত্রে সঠিক চিরুনি বাছাই করা দরকার। চুল আঁচড়ানোর জন্য প্লাস্টিকের বদলে কাঠের চিরুনি বেছে নিন।
চুলের জট ছাড়ানোর মোটা দাঁতের চিরুনি বেছে নিন। যদি পাতলা চুল হয়, তাহলে সরু দাঁতের চিরুনি ব্যবহার করুন।
ভিজে চুলে ভুলেও চিরুনি বোলাবেন না। চুল শুকনো হলে তারপর আঁচড়ান। ভিজে চুল আঁচড়ালে চুল পড়ার সমস্যা বাড়তে থাকে।
ঘন মোটা চুল কয়েকটা ভাগে ভাগ করে নিন। তারপর আঁচড়ান। এতে জট ছাড়াতে সুবিধা হয়। পাশাপাশি চুল ছেঁড়ার ভয় থাকে না।
আরও পড়ুন