2 January 2024
মুক্তোর মতো দাঁত পেতে চান?
credit: istock
TV9 Bangla
হাসি পেলেও প্রাণ খুলে হাসতে পারেন না অনেকেই। কেউ দাঁত দেখে ফেলে। দুবেলা ব্রাশ করেও মিটছে না দাঁতের হলুদ দাগ।
ডেন্টিস্টের কাছে হাজার হাজার টাকা খরচ করেও কোনও লাভ হচ্ছে না? এবার এই সমস্যার সমাধান হবে হেঁশেলের সাধারণ উপাদানেই।
দাঁতে হলদেটে ছাপের সমস্যার সমাধান হেঁশেলে থাকা সামান্য জিনিসেই সম্ভব। রান্নাঘরে থাকা নুনের রয়েছে দারুণ ক্ষমতা।
দাঁতের হলুদ ছাপ তুলতে ব্রাশ সামান্য জলে ভিজিয়ে তাতে অল্প নুন লাগিয়ে দাঁতে ঘষে নিন। তবে সবটাই আলতভাবে করবেন।
এক দু মিনিট ব্রাশ চালানোর পর ধুয়ে নিন মুখ। শুধু খেয়াল রাখবেন দাঁত ঘষার সময় বেশি চাপ যেন দেওয়া না হয়। তাহলে মাড়ি ছড়ে যেতে পারে।
আপেল সিডার ভিনিগারও দারুণ মাউথ ওয়াশের কাজ করতে পারে। দাঁতের এনামেলকে ঝকঝকে করে তোলে। এছাড়াও তাড়ায় হলুদ ভাব।
জলের সঙ্গে আপেল সিডার ভিনিগার মিশিয়ে নিয়ে ৩০ সেকেন্ড ধরে মুখের ভিতর কুলকুচি করুন। তারপর ওই মিশ্রণটি ফেলে জল দিয়ে মুখ ধুয়ে নিন।
অ্যাসিডিক উপাদান থাকায় দাঁতের দাগ ছোপ মিটিয়ে দেয় এই পানীয়। তবে রোজ এই মাউথওয়াশ ব্যবহার করা মোটেও উচিত নয়।
আরও পড়ুন