শীতের স্কিন কেয়ারে দইকে ভুলবেন না
06 December 2023
শীতকাল এলে ত্বক শুকিয়ে যায়। তার সঙ্গে কোল্ড ক্রিম মেখে ত্বকের জেল্লা হারাতে থাকে। এই অবস্থায় কাজে আসে ১ চামচ দই।
টক দই মাখলে ত্বকের জেল্লা বাড়বে। তার সঙ্গে টক দই ত্বকের বিভিন্ন সমস্যা দূরও করে দেবে। কীভাবে ব্যবহার করবেন?
শুষ্ক ত্বকের সমস্যায় টক দই দারুণ কাজ করে। গোলাপ জলের সঙ্গে টক দই মিশিয়ে মুখে মাখলে আর্দ্রতা ও জেল্লা ফিরে পাবেন।
টক দই প্রাকৃতিক ময়েশ্চারাইজার হিসাবে কাজ করে। পাশাপাশি ত্বককে এক্সফোলিয়েট করে। এতেই ত্বকের কোমলভাব ফিরে আসে।
ব্রণ থাকলেও টক দই মাখতে পারেন মুখে। রাতে মুখে দই মেখে ঘুমিয়ে পড়ুন। পরদিন সকালে ঠান্ডা জলে ধুয়ে ফেলুন।
এছাড়া দিনে দু'ঘণ্টা মুখে টক দই মেখে বসে থাকলেও ব্রণ গায়েব হয়ে যাবে। দইয়ে থাকা ল্যাকটিক অ্যাসিড ব্রণ দূর করে দেয়।
চোখের তলায় কালি পড়েছে? টক দই সরাসরি চোখের তলায় লাগিয়ে নিন। মিনিট দশেক রেখে ধুয়ে ফেললেই কাজ হবে।
বাজারে দেখা মিলছে মাশরুমের। শীতকালে মাশরুম খেলে দেহে ভিটামিন ডি-এর ঘাটতি পূরণ হতে পারে। কিন্তু কীভাবে খাবেন?
আরও পড়ুন