ব্রণ কমছে না? মুখে আদা ঘষুন

31 August 2023

খাবারে স্বাদ বাড়াতে বিশেষ ভূমিকা পালন করে আদা। আবার সর্দি-কাশির হাত থেকে বাঁচতে অনেকেই আদার সাহায্য নেন। 

আদার মধ্যে অ্যান্টি-ইনফ্লেমেটরি ও অ্যান্টি-ব্যাকটেরিয়াল উপাদান রয়েছে, যা শরীরকে রোগের হাত থেকে প্রতিরোধ করতে সক্ষম।

আদা ওজন কমাতে সাহায্য করে। একাধিক রোগের ঝুঁকি কমায়। কিন্তু আপনি কি জানেন, আদা ত্বকেরও একইভাবে খেয়াল রাখে?

আদা ত্বকের জেল্লা বাড়াতে, ত্বকের সমস্যা দূর করতে দারুণ উপযোগী। এমনকী ত্বকের দাগছোপ কমিয়ে দিতে পারে আদা।

আদার মধ্যে ৪০ টিরও বেশি অ্যান্টি-অক্সিডেন্ট রয়েছে। এগুলো ফ্রি র‍্যাডিকেলের সঙ্গে লড়াই করে এবং ত্বকের বার্ধক্য প্রতিরোধ করে।

আদার মধ্যে অ্যান্টিসেপটিক বৈশিষ্ট্য রয়েছে। তাই আদা ব্রণ উৎপাদনকারী ব্যাকটেরিয়ার সঙ্গে লড়াই করে ত্বককে ভাল রাখে।

আদার জল পান করলে রক্ত পরিশুদ্ধ হয় এবং এতে ত্বকের জেল্লা ফুটে ওঠে। এছাড়াও ত্বকের যত্নে আদার ফেসপ্যাক মাখা যায়। 

আদা, মধু ও পাতিলেবুর রস মিশিয়ে একটি ফেসপ্যাক তৈরি করুন। এটি ত্বকের উপর লাগান। ১৫ মিনিট রেখে ধুয়ে ফেলুন। 

আদার ফেসপ্যাক পিগমেন্টেশন বা দাগছোপের সমস্যাকে দূর করে। এমনকী ব্রণ দূর করতেও উপযোগী এই আদার ফেসপ্যাক।