body scrub

স্যাঁতস্যাঁত আবহাওয়া ত্বকের যত্ন নিন

05 October 2023

বর্ষাকাল না হলেও বৃষ্টি থামার কোনও লক্ষণ নেই। টানা বৃষ্টি হয়ে চলেছে বেশ কয়েকদিন ধরে। এই স্যাঁতস্যাঁত আবহাওয়াতেই বাড়ে সমস্যা।

বর্ষাকাল না হলেও বৃষ্টি থামার কোনও লক্ষণ নেই। টানা বৃষ্টি হয়ে চলেছে বেশ কয়েকদিন ধরে। এই স্যাঁতস্যাঁত আবহাওয়াতেই বাড়ে সমস্যা।

body scrub (2)

স্যাঁতস্যাঁত আবহাওয়াতে ত্বকে জীবাণু সংক্রমণের সম্ভাবনা বেড়ে যায়। পাশাপাশি ছাড়তে থাকে দুর্গন্ধ। এ অবস্থায় কী করবেন?

body scrub (3)

বৃষ্টির দিনে ত্বকের সমস্যা এড়াতে লেবুর সাহায্য নিন। কিন্তু ত্বকের উপর সরাসরি লেবুর রস ব্যবহার করা উচিত নয়।

ত্বকের দাগছোপ দূর করতে সহায়ক লেবুর রস। পাশাপাশি গায়ের দুর্গন্ধ, জীবাণু ও ব্যাকটেরিয়া দূর করতেও সহায়ক লেবুর রস।

এই বৃষ্টির দিনে লেবুর রস দিয়ে রূপচর্চা সারতে বানিয়ে ফেলুন বডি স্ক্রাব। লেবুর রস ও খোসা, নারকেল তেল ও চিনি থাকলেই হবে।

১ কাপ চিনির সঙ্গে একটা লেবুর জিস্ট মিশিয়ে নিন। তারপর সঙ্গে ৩ চামচ লেবুর রস ও ৩ চামচ নারকেল তেল মিশিয়ে ফেলুন।

এই বডি স্ক্রাব ভিটামিন সি, ই-তে পরিপূর্ণ। এটি আপনার ত্বক থেকে মরা কোষ দূর করার পাশাপাশি জীবাণু সংক্রমণের হাত থেকে বাঁচাবে।

স্নানের সময় এই বডি স্ক্রাব ব্যবহার করুন। ১৫ মিনিট রেখে পরিষ্কার জল দিয়ে স্নান করে নিন। পুজোর আগে ত্বক হবে ঝকঝকে।