ত্বকের বার্ধক্য দূর করতে ও সিল্কি চুলের জন্য সেরা রেড ওয়াইন
এই অ্যালকোহল আপনার ত্বককে এক্সফোলিয়েট করতে ও চুলকে সিল্কি করতে সাহায্য করতে পারে।
সুন্দর ত্বক ও চুল পেতে কীভাবে বিয়ার, ওয়াইন বা অ্যালকোহল ব্যববার করতে পারেন
বিয়ারে রয়েছে অ্যান্টি-অক্সিডেন্ট বৈশিষ্ট্য, যা ফেনোলস, ইস্ট মাইটোকন্ড্রিয়া কার্যকলাপের উন্নতি করে অক্সিডেটিভ স্ট্রেস থেকে রক্ষা করে।
বিয়ার দিয়ে চুল ধোয়ার পরামর্শ দেন বিউটি ব্লগাররা। চুল কোমল করতেই নয়, সিল্কিও করে।
বিয়ার ভিত্তিক শ্যাম্পু ও কন্ডিশনার ভাল হলেও এখনও কোনও ক্লিনিক্যাল প্রমাণ পাওয়া যায়নি।
ক্ষতিগ্রস্ত চুল মেরামত করতে ও চুল পড়া কমাতে রেড ওয়াইন অনেক উপকারী। খুসকির সমস্যা থেকে মুক্তি দিতে পারে।
রেড ওয়াইনের অ্যান্টি-অক্সিডেন্টের প্রভাবে ত্বকের ফাইন লাইনস ও বলিরেখা হ্রাস করতে সাহায্য করে। ত্বকের উজ্জ্বলতা বাড়াতে ও ব্রণের সমস্যা দূর করতে সাহায্য করে।