দামি স্মার্টফোন ব্যবহারের ইচ্ছে পূরণ করতে অনেকেই সেকেন্ড হ্যান্ড মোবাইল কেনেন।

কিন্তু সেকেন্ড হ্যান্ড ফোন কেনার আগে অবশ্যই কয়েকটি বিষয় মাথায় রাখা উচিত।

কোনও স্ক্র্যাচ মার্ক আছে কি না আর টাচ স্ক্রিন ঠিকঠাক কাজ করছে কি না, যাচাই করুন।

ফোনের ব্যাটারি কী অবস্থায় আছে দেখুন ও কতক্ষণ ব্যাটারি ব্যাক আপ থাকবে, জেনে নিন।

সেকেন্ড হ্যান্ড ফোনের সঙ্গে অরিজিনাল অ্যাক্সেসরিজ় যেমন চার্জার, হেডফোন, বক্স চেয়ে নেবেন।

ভবিষ্যতে কোনওরকম সমস্যা থেকে বাঁচতে ফোন কেনার সময় বিক্রেতার থেকে অবশ্যই রসিদ নিন।

ফোনের সফটওয়্যার আপডেটেড আছে কি না ও ফোনে ম্যালওয়্যার ভাইরাস আছে কি না, দেখে নেবেন।