'সদ্য মানি হাইস্ট'-এর বিহাইন্ড দ্য সিন-এর কিছু মুহূর্ত শেয়ার করা হয়েছে নেটফ্লিক্স-এর ইনস্টাগ্রামে।
সদ্য মুক্তি পেয়েছে মানি হাইস্ট-এর শেষ সিজন
এই সিজন নিয়ে অপেক্ষা ছিল বিশ্বজোড়া অনুরাগীর
রিল এবং রিয়েল মেলানোর চেষ্টা করেছেন কলাকুশলীরা
পছন্দের চরিত্রদের আর দেখা যাবে, মন খারাপ অনুরাগীদের
পঞ্চম তথা শেষ সিজন রেকর্ড সংখ্যক দর্শক দেখেছেন বলে জানান নির্মাতারা