বর্তমানে ফ্যাশন দুনিয়া মাতিয়ে রেখেছেন আমেরিকার সুপার মডেল বেলা হাদিদ।
সম্প্রতি প্যারিসে ফ্যাশন উইকে র্যাম্পেই স্প্রে-অন কোপার্নি ড্রেসে সেজে উঠলেন এই জনপ্রিয় সুপারমডেল।
র্যাম্পে অর্ধনগ্ন হয়ে এলে, তিনজন প্রযুক্তির সাহায্যে স্প্রে করে শরীরের মধ্যে সাদা রঙের ল্যাটেক্স ছড়িয়ে দেন।
দুটি হাত শরীর থেকে দূরে রাখেন বেলা। তারপর সাদা ল্যাটেক্স স্প্রে করা হয়।
সাদা ল্যাটেক্স স্প্রে করার পর কোপার্নি ড্রেসের আকার দেওয়া হয়।
শরীরে সঙ্গে চামড়ার মত লেপটে থাকে এই ফ্যাব্রিকটি। দূর থেকে অনেকটা ড্রেসের মতই লাগে।
বেলা হাদিদের এই আইকনিক ফ্যাশন মোমেন্টটি ভাইরাল হয়ে গিয়েছে।