রোজমেরি আসলে সামুদ্রিক গোলাপ। বহু বছর ধরে এটি ব্যবহার হয়ে আসছে।
প্রাচীন গ্রিক, রোম, মিশরে চা হিসেবে ব্যবহার করা হয় রোজমেরি
ক্ষত থেকে ক্যানসার নিরাময়, খুবই উপকারী এই চা।
রোজমেরিতে রয়েছে বর্নল, কর্পূর, পিনেইন, সিনোল এবং ম্যারসিন।
সারাদিনে এই চা তিনবার খেতে পারলে ভাল উপকার পাবেন।