চুল, ত্বক ও ফেব্রিকের জন্য হেনার ব্যবহার বহু যুগ ধরে চলে আসছে

এতে রয়েছে প্রচুর পরিমাণে প্রোটিন, অ্যান্টি-অক্সিডেন্ট।

এই কারণে চুলকে রাখে প্রাকৃতিকভাবে নরম, মসৃণ ও সুন্দর।

ভিটামিন ও খনিজ থাকায় স্ক্যাল্প রাখে সুস্থ ও মজবুত। চুল পড়ে পাতলা হলে, আপলকা হলে হেনা ব্যবহার করতে পারেন।

রুক্ষ ও শুষ্ক চুলকে সতেজ ও ফুরফুরে করে তুলতে হেনা লাগান। বাড়িতে ব্যবহার করলে চুল থাকে নরম ও কোমল।

শীতকালে খুশকির সমস্যা, চুলকানি হলে হেনা প্রয়োগ করুন। 

প্রাকৃতিকভাবে ডিপ কন্ডিশনড করতে হেনার সঙ্গে জবা, আমলা, রিঠা, নীম, মেথি মিশিয়ে রাখতে পারেন।

অকালে চুল পেকে গেলে হেনা ব্যবহার করতে পারেন। তাতে ডার্ক ব্রাউন, কালো বা হালকা লালচে রঙের চুল পেতে পারেন।