বাটারমিল্ক একটি খুব ভাল ময়েশ্চারাইজার, যা মুখের ত্বককে হাইড্রেট করে।
বয়সের ছাপ দূরে রাখতে বাটারমিল্কের সঙ্গে ওটমিলের সঙ্গে বাটারমিল্ক লাগালে ত্বককে টানটান করতে সাহায্য করে।
বেসন এবং শসার রসের সাথে বাটার মিল্ক মিশিয়ে পেস্ট তৈরি করুন। এতে এক চিমটি হলুদ মেশান। পনের মিনিট অপেক্ষা করার পর মুখ ধুয়ে ফেলুন। উজ্জ্বল ত্বকের জন্য সেরা ফেসপ্যাক।
চুল বৃদ্ধির জন্য বাটারমিল্কের সঙ্গে বেসন ও অলিভ অয়েল মিশিয়ে মাস্ক তৈরি করুন।
রোদে ট্যানিং হলে অ্যালোভেরার সঙ্গে বাটারমিল্ক ত্বককে পুষ্টিকর করতে তুলতে পারে।
এই হেয়ারমাস্ক চুল ও মাথার ত্বককে হাইড্রেট করে। চুলের গোড়া মজবুত করতেও সাহায্য করে।