ত্বক এবং চুলের পরিচর্যায় নানা ভাবে কাজে লাগে চকোলেট। বিশ্ব চকোলেট দিবসে জেনে নেওয়া যাক সেইসব খুঁটিনাটি।

ময়শ্চারাইজার হিসেবে দারুণ ভাবে কাজ করে চকোলেট। ত্বক থাকে আর্দ্র, নরম, মোলায়েম। 

চকোলেট ফেসপ্যাক ত্বকের কালচে দাগ-ছোপ দূর করে। কমিয়ে দেয় অ্যালার্জি বা র‍্যাশের সমস্যা। 

চুলের দৈর্ঘ বাড়াতে, নতুন চুল গজাতে, চুল নরম এবং উজ্জ্বল রাখতে, সর্বোপরি সব ধরনের চুলের জন্য চকোলেট হেয়ার মাস্ক আদর্শ।

চকোলেট স্ক্রাব ত্বক মোলায়েম রাখতে এবং মরা কোষ ঝরিয়ে ঔজ্জ্বল্য ফেরাতেও সাহায্য করে।