তাপমাত্রার হেরফেরের জন্য় চুলের দফারফা?
এই অবস্থায় চুল রক্ষা করতে ভরসা রাখুন নারকেল তেলে
নারকেল তেলে প্রচুর পরিমাণে ভিটামিন ও উপকারী ফ্যাট রয়েছে
নারকেল তেল স্ক্যাল্পে রক্ত সঞ্চালন বাড়াতে সাহায্য করে
চুলের আর্দ্রতা ধরে রাখতে সাহায্য করে নারকেল তেল
গরমে চুল ফ্রিজি হয়ে যায়। তার উপর সুরক্ষাস্তর তৈরি করতে সাহায্য করে এই তেল
শ্যাম্পু করার আগের দিন চুলে ভাল করে নারকেল তেল লাগিয়ে সকালে ধুয়ে ফেলুন