স্মার্টফোনের ডার্ক মোড আপনাকে অনেক ক্ষতি থেকে বাঁচাতে পারে।

ডার্ক মোড অন থাকলে টেক্সট বা ভিজ্যুয়াল কনটেন্ট পড়া সহজ হয়।

ফোনে কোনও ছবি, ভিডিয়ো বা গ্রাফিক্স বেশি উজ্জ্বল মনে হবে।

OLED বা AMOLED স্ক্রিনযুক্ত ফোনে ব্যাটারি বাঁচাবে ডার্ক মোড।

ডার্ক মোডে সাদা ও নীল আলোর পরিমাণ কমে, চোখের উপর চাপ কমে।

রাতে বা সন্ধ্যার সময় কম আলোয় বিশেষভাবে উপকারী ডার্ক মোড।

বর্তমানে Android ও iPhone দুই ক্ষেত্রেই ডার্ক মোড-অপশন মিলছে।