গরম ভাতে ঘি হলে জমে যায়
তবে জানেন কি খাওয়ার পাশাপাশি রূপচর্চাতেও ব্যবহার করা যায় ঘি?
ঘিয়ে রয়েছে ভিটামিন A, ভিটামিন D ও Kয়
এছাড়াও রয়েছে প্রচুর পরিমাণে ওমেগা-৩ ফ্যাটি অ্য়াসিড
ত্বকে পিগমেন্টেশনের সমস্যা থাকলে ২ চামচ ঘিয়ের সঙ্গে এক চিমটে হলুদ মেশান
এবার তাতে লেবুর রস যোগ করে মুখে লাগিয়ে নিন
ঘি ত্বকের বলিরেখা কমায় ও ত্বক টানটান করে
ট্যান দূর করতে ঘি ও দুধ গুলে মুখে লাগিয়ে নিন। ফল পাবেন
রাতে ঘুমনোর আগে চোখের নীচে ঘি লাগালে দূর হবে ডার্কসার্কেলের সমস্যা