সাধারণ হেয়ার অয়েল ছেড়ে জবা চুলের তেল ব্যবহার করা শুরু করুন।
জবা ফুলের তেল মাখলে চুল পড়ার সমস্যা নিমেষে কমে যাবে।
চুলের অকাল পক্কতা রুখতে নিয়মিত চুলে জবা চুলের তেল মাখতে পারেন।
পাতলা চুলকেও ঘন করে দিতে পারে জবা চুলের তেল।
জবা চুলের তেল মাখলে শুষ্ক ও রুক্ষ চুলের সমস্যাও ধীরে-ধীরে কমে যায়।
এমনকী দু'মুখো চুলের সমস্যাও কমে যায় জবা চুলের তেলের গুণে।
খুশকির সমস্যায় ভুগলেও আপনি জবা চুলের তেল ব্যবহার করতে পারেন।