গরম মানেই তালশাঁস। এই মিষ্টি সুস্বাদু তালশাঁস শরীরের জন্য ভীষণই উপকারি

 তালশাঁসে জিংক, আয়রন ও পটাশিয়াম রয়েছে

যা শরীরকে ঠান্ডা রাখার পাশাপাশি দূর করে কোষ্ঠকাঠিন্য়ের সমস্যা

হিট স্ট্রোকের ঝুঁকি কমায় এই রসালো ফল

রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতেও এর জুড়ি নেই

তালশাঁসে প্রদাহরোধী বৈশিষ্ট রয়েছে যা ত্বকের খেয়াল রাখে

শরীরকে ডিটক্স করতেও সাহায্য করে তালশাঁস

 এছাড়া লিভারের স্বাস্থ্যের জন্য়ও খুব উপকারি সুস্বাদু তালশাঁস