lemon peel

লেবু কাটার পর তার খোসা প্রায় সকলেই ফেলে দেন

lemon peel (6)

জানেন কি এই খোসা কত্বকের জন্য ঠিক কতটা উপকারি?

lemon peel (1)

লেবুতে রয়েছে ভিটামিন সি যা মুখের কালো দাগছোপ কমায়

lemon peel (2)

ত্বকের আর্দ্রতা বজায় রাখতে সাহায্য করে লেবুর খোসা

 এছাড়া এক্সফ্লয়েটার হিসেবেও কাজে লাগাতে পারেন লেবুর খোসা

 বলিরেখা মেটাতেও সাহায্য করে এই খোসা

একটি পাত্রে লেবুর রস চিপে নিন। এরপর তাতে খোসা গ্রেট করে দিয়ে ত্বকে লাগান। ফল নিজের চোখেই ধরা পড়বে