গরমকালে আম খেতে কমবেশি পছন্দ করেন সকলেই

তবে আম চেটে পুটে খেয়ে ফেলে দেন আঁটি

জানেন কি এই ফেলে দেওয়া আঁটির গুণও কোনও অংশে কম নয়? 

 কোলেস্টেরল নিয়ন্ত্রণে সাহায্য করে এটি

এছাড়াও রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে আমের আঁটি

শুধু তাই নয়, ডায়ারিয়ার মতো সমস্যার সঙ্গেও মোকাবিলা করে এটি

 রক্তসঞ্চালনেও সাহায্য করে আমের আঁটি

আমের আঁটি রোদে শুকিয়ে নিয়ে উপরের অংশ ছাড়িয়ে বেড় করে নিন

এবার ছাড়ানো অংশ মিক্সারে গুঁড়ো করে নিন। এবং গ্লাসের জলে মিশিয়ে খান উপকার পাবেন