ব্রণ, র‍্যাশ, চুলকানির মতো হাজারো ত্বকের সমস্যা হানা দেয় বর্ষায়।

বর্ষায় ত্বকের সমস্যা এড়াতে সাহায্য নিন নিমের।

নিমের মধ্যে অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান রয়েছে, যা ব্রণর সমস্যা কমায়।

ত্বকের চুলকানি কমাতেও সাহায্য করে নিমের অ্যান্টি-ইনফ্লেমেটরি বৈশিষ্ট্য।

বলিরেখা জোরাল হচ্ছে? নিম পাতা বাটা মাখলে আপনার মুখে বয়সের চাপ পড়বে না।

নিমের মধ্যে ভিটামিন ই ও অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে, যা ত্বকের খেয়াল রাখে।

নিম পাতার গুণে আপনি সহজেই ত্বকের দাগছোপ দূর করতে পারবেন।

এমনকী হোয়াইটহেডস ও ব্ল্যাকহেডসের সমস্যাও দূর করতে পারবেন নিমের গুণে।

এছাড়া চুলে নিম পাতা ব্যবহার করলেও স্ক্যাল্পে খুশকি, চুলকানির সমস্যা কমবে।