বেদানার গুণের শেষ নেই। ত্বকের যত্নেও এই ফলের জুড়ি নেই 

বেদানাকে বলা হয় ডিটক্সিফাইং এজেন্ট

বেদানায় রয়েছে বায়াফ্ল্যাভোনয়েডস নামক উপাদান। যা বয়স ধরে রাখে

এতে প্রদাহরোধী উপাদান রয়েছে যা সংক্রমণের হাত থেকে ত্বককে রক্ষা করে

বেদানাতে উপস্থিত অ্যান্টিঅক্সিডেন্ট ব্রণর সমস্যা দূর করে

 ত্বক পরিস্কার করতেও সাহায্য করে বেদানা

ত্বককে এক্সফ্লয়েটের জন্যও ব্যবহৃত হয় বেদানা বা ডালিম