রোদে বেরিয়ে মুখ ঝলসে গিয়েছে? বাড়ি ফিরে বরফ ঘষে নিন।
রোদে বেরিয়ে ত্বকে জ্বালাভাব, লালচে দাগ, র্যাশ দেখা যায়। এই অবস্থায় বরফ ঘষলে আরাম পাওয়া যায়।
বরফ ত্বককে শীতল রাখে এবং জ্বালাভাব কমাতে সাহায্য করে।
তাছাড়া মুখে বরফ ঘষলে ত্বকের রক্ত সঞ্চালনকে উন্নত হয়।এতে ত্বকে অক্সিজেনের মাত্রা বাড়ে।
গরমে ত্বকে তেলতেলে ভাব বেড়ে যায়। বরফ লাগালে এই সমস্যাও কমে।
তার সঙ্গে ব্রণর সমস্যা এড়ানো যায়। বরফের সাহায্যে ব্রণর ব্যথা, ফোলাভাব এড়ানো যায়।
তাই গরমে ত্বকের যত্নে বাদ দেবেন না বরফকে। এতে ডার্ক সার্কেলও দূর হয়ে যাবে।