ত্বকের পরিচর্যায় বিভিন্ন ভাবে কাজে লাগে সুগার স্ক্রাব। চলুন দেখে নেওয়া যাক।

মুখের পাশাপাশি বডি স্ক্রাবিংয়ের ক্ষেত্রেও এই সুগার স্ক্রাব ব্যবহার করা যায়। 

হাত এবং পায়ের ট্যান তোলার ক্ষেত্রে দারুণভাবে কাজ করে এই সুগার স্ক্রাব। 

যাঁদের ড্রাই স্কিন, তাঁদের ত্বকের রুক্ষ-শুষ্ক ভাব দূর করে স্কিন ময়শ্চারাইজড বা আর্দ্র রাখে সুগার স্ক্রাব। ত্বক থাকে কোমল।

স্কিন এক্সফোলিয়েশন বা ত্বকের মরা কোষ ঝরিয়ে ত্বকের জেল্লা ফেরায় সুগার স্ক্রাব।