চা মানুষের সারাদিনের সঙ্গী। সকাল কিংবা রাত, এক কাপ হলেই হল
তবে এই চা শরীরের জন্য় কতটা উপকারী, জানুন
জবা ফুলের চা রক্তচাপ কমায় ও সেই সঙ্গেই কোলেস্টেরল নিয়ন্ত্রণ করে
এতে প্রচুর পরিমাণে অ্যান্টি অক্সিডেন্ট ও মিনারেল রয়েছে যা উদ্বেগ কমায়
আদা দিয়ে চা হার্টের পক্ষে ভাল। এতে ভিটামিন, খনিজ ও অ্যামিনো অ্যাসিড রয়েছে যা রক্ত সঞ্চালনে সাহায্য করে
ওজন থেকে কোলেস্টেরল সব নিয়ন্ত্রণে রাখে গ্রিন-টি
এছাডা়ও খেতে পারেন ক্যামোমাইল ফুলের চা। এতে ঘুম ভাল হয়ল