তুলসী মালা কি শুধু কৃষ্ণভক্তরাই পরেন? বৈষ্ণব ছাড়াও তুলসীর মালা পরলে উপকার পাবেন অনেকেই।

হিন্দু মতে, তুলসী গাছ হল অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ। তাই প্রতিটি ঘরেই তুলসীর পুজো করার নিয়ম রয়েছে।

হিন্দু ধর্মে তুলসীর বিশেষ গুরুত্ব রয়েছে। প্রতিদিন তুলসী গাছে জল দিয়ে প্রদীপ জ্বালালে গৃহে মঙ্গল ও সমৃদ্ধি বিরাজ করে।

তুলসীর মালা কেন ধারণ করা হয় জানা নেই অনেকেরই। বৈষ্ণবরা মনে করেন, তুলসীর মালা পরলে মিথ্যে কথা বলা যায় না।

তুলসীর মালা পরলে রক্তচাপ থাকে নিয়ন্ত্রণে। উন্নত হয় হজমশক্তিও।

মানসিক চাপ কমানোর জন্যও তুলসীর মালা পরিধান করা ভাল। অনেকটা অ্যাকুপ্রেসারের মত কাজ করে।

জন্ডিস হলে তুলসীর মালা পরলে স্বাস্থ্য থাকে ভাল। সাদা সুতো দিয়ে তুলসীর কাঠ পরলে জন্ডিস রোগ দ্রুত নিরাময় হয়।

শাস্ত্র অনুযায়ী,  খারাপ কাজের সঙ্গে লিপ্ত হলে যদি কঠিন শাস্তি পেতে না চান, তাহলে তা তুলসীর মালা পরলে লাভবান হতে পারেন।

১০৮টি কাঠ দিয়ে তুলসীর মালা পরলে সব পাপ ধুয়ে মুছে সাফ হয়ে যায়। জীবনে শান্তি ও পবিত্রতা আনতে তুলসীর মালা পরতে পারেন।