ত্বকের অতিরিক্ত তৈলাক্ত ভাবকে নিয়ন্ত্রণ করে চারকোল।
ত্বক থেকে দূষিত পদার্থ, তেল ও মরা কোষকে অপসারণ করতে সহায়ক চারকোল ফেস মাস্ক
ব্রণ সমস্যা থেকে রেহাই দিতে সহায়ক এই চারকোল ফেসমাস্ক
ত্বককে এক্সফোলিয়েট করার জন্য স্ক্রাবার হিসাবেও ব্যবহার করতে পারেন চারকোলকে
চারকোলের মধ্যে অ্যান্টি ফাঙ্গাল ও অ্যান্টি ব্যাকটেরিয়াল বৈশিষ্ট্য রয়েছে যা ত্বককে সংক্রমণের হাত থেকে রক্ষা করে