ভৃঙ্গরাজ বা কেশুতি হল প্রাকৃতিক উপাদান যা যুগ যুগ করে আয়ুর্বেদে ব্যবহৃত হয়ে আসছে।
ভৃঙ্গরাজের মধ্যে ভিটামিন ই রয়েছে, যা চুল ও স্ক্যাল্পের যত্নে বিশেষ সাহায্য করে।
অ্যান্টি-ফাঙ্গাল বৈশিষ্ট্যের জন্য ভৃঙ্গরাজ ব্যবহার করলে খুশকির সমস্যা হয় না।
চুলের ফলিকলগুলিতে পুষ্টি জোগায় কেশুতি। এতে রয়েছে আয়রন ও ম্যাগনেশিয়াম।
কেশুতির তেল ব্যবহার করলে, এটি চুলের ফলিকল মজবুত করে ও চুল পড়া রোধ করে।
নারকেল তেলের সঙ্গে একমুঠো ভৃঙ্গরাজ তেল ফুটিয়ে নিলেই তৈরি কেশুতির তেল।
রাতে এই তেল মেখে পরদিন সকালে শ্যাম্পু করে নিন। এতেই চুল পড়ার সমস্যা থেকে মুক্তি।