8 May, 2024

নীরোগ ত্বক পেতে ভরসা রাখুন টমেটোতে

credit: istock

TV9 Bangla

ত্বকের পরিচর্যায় সবসময় ঘরোয়া টোটকা ও প্রাকৃতিক উপাদানের কদর বেশি। কিন্তু কোন উপাদান ব্যবহার করলে বেশি উপকার পাবেন, জানেন?

টমেটো হল এমন একটি সবজি যা খেলেও ত্বক ভাল থাকে। আর মুখে মাখলেও জেল্লা ফুটে ওঠে। ত্বকের পরিচর্যায় সেরা ফল দেয় টমেটো।

টমেটোর মধ্যে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট ও ভিটামিন সি রয়েছে, যা ত্বককে ক্ষয়ের হাত থেকে প্রতিরোধ করে এবং জৌলুস ধরে রাখে।

টমেটো মধ্যে অ্যাস্ট্রিনজেন্ট রয়েছে, যা তৈলাক্ত ত্বকের সমস্যা দূর করতে সাহায্য করে। ব্রণ, ব্ল্যাকহেডসের সমস্যা দূর করে টমেটো।

গরমে ত্বক থেকে ট্যান তুলতে দুর্দান্ত কাজ করে টমেটো। এমনকি ত্বকের যাবতীয় দাগছোপ দূর করতেও সহায়ক এই সবজি।

নিস্তেজ, জেল্লাহীন ত্বকে উজ্জ্বল ভাব ফিরিয়ে আনতে সহায়ক টমেটো। বিবর্ণ ত্বকে জেল্লা আনে টমেটো। কিন্তু কীভাবে ব্যবহার করবেন?

টমেটো পেস্ট করে রস বের করে নিন। এবার এতে দু'চামচ মুলতানি মাটি ও পুদিনা পাতা বাটা মিশিয়ে মুখে মাখুন। এতে উজ্জ্বলতা বাড়বে।

টমেটো পেস্ট করে রসের সঙ্গে বেসন, হলুদ গুঁড়ো ও টক দই মিশিয়ে মুখে মাখুন। সপ্তাহে এক দিন ব্যবহার করে টমেটো ফেসপ্যাক।