সমরেশ মজুমদারের কাহিনির ছায়া অবলম্বনে তৈরি ধারাবাহিক ‘ইকির মিকির’
সুশান্ত বসুর পরিচালনায় ১০০ পর্ব পেরিয়ে গেল এই ধারাবাহিক
দুই মুখ্য চরিত্র সত্য এবং প্রতিমা একে অপরকে ভালবাসার কথা বলতে পারে ১০০ পর্বে এসে
কিন্তু দুজনের পরিবার এই ভালবাসাকে মেনে নিতে পারে না
পারিবারিক বাধা কাটিয়ে সত্য এবংপ্রতিমা কি এক হতে পারবে?