চিংড়ি আর ইলিশ নিয়ে যতই লড়াই চলুক না কেন এই দুটি মাছই কিন্তু খেতে খাসা
সরষে পোস্ত আর নারকেল বাটা দিয়ে ইলিশ-চিংড়ির যা স্বাদ তা আর অন্য কিছুতে পাওয়া যায় না
তাই গরম ভাতে বানিয়ে নিন চিংড়ি ভাপা। রইল রেসিপি
চিংড়ি মাছ প্রথমে কেটে, ধুয়ে নিয়ে ওর মধ্যে সরষে, পোস্ত, নারকেল বাটা, কাঁচা লঙ্কা আর সরষের তেল দিয়ে ম্যারিনেট করতে হবে
সাদা সরষে আর কালো সরষে একসঙ্গে মিশিয়ে নিয়ে ব্যবহার করতে পারেন
এবার একটা টিফিন বক্সে সরষের তেল মাখিয়ে মাছ দিয়ে দিন
কড়াইতে জল দিয়ে টিফিন বক্স ভাসিয়ে দিন। ৪৫ মিনিট এভাবে ভাপিয়ে নিলেই তৈরি চিংড়ি ভাপা