এক চামচ গোটা জিরে, গোটা ধনে, হাফ চামচ মৌরি, দারুচিনি, এলাচ, লবঙ্গ শুকনো কড়াইতে নেড়ে গুঁড়ো করে নিন
আগের দিন রাতে মটর জলে ভিজিয়ে রাখুন। ৭ থেকে ৮ ঘণ্টা মটর ভিজিয়ে রাখলে সবথেকে ভাল
মটর প্রেশার কুকারে ৪টে সিটি দিয়ে সেদ্ধ করে নিন। সেদ্ধ করার সময় সামান্য হলুদ আর নুন এতে মিশিয়ে দেবেন।
কড়াই নিয়ে তাতে ৪ চা চামচ সাদা তেল গরম করুন। তেল গরম হয়ে গেলে তাতে আলুর টুকরো নুন হলুদ মাখিয়ে ভেজে নিন। বেশি কড়া করে ভাজবেন না।
আলু ভাজা হয়ে গেলে তা একটি বাটিতে তুলে রাখুন। আলু ভাজা তেলের মধ্যেই নুন ও হলুদ মাখানো চিকেন ভালো করে ভেজে নিন
এবার ওই তেলে শুকনো লঙ্কা, পেঁয়াজ কুচি, আদা-রসুনের পেস্ট,টমেটো, লঙ্কা গুঁড়ো, স্পেশ্যাল মশলা আর সামান্য হলুদ দিয়ে কষতে থাকুন
এবার এই মশলার সঙ্গে সিদ্ধ করে রাখা মটর, ভাজা আলু আর চিকেন মিশিয়ে ভাল করে কষিয়ে নিন। হাফ বাটি গরম জল দিন
পাঁচ মিনিট ফুটিয়ে গ্যাস বন্ধ করুন। উপর থেকে ধনেপাতা কুচি ছড়ালেই তৈরি ঘুগনি