পুরনো বাংলায় হাজারো পদ আছে যা গরমের দিনে খুব ভাল লাগে খেতে
তেল-মশলা অল্পই লাগে তবুও এই নিরামিষ রান্না স্বাদে অতুলনীয়
তেমনই একটি রান্না হল চাপড় ঘন্ট যা আজকের দিনে হারিয়ে যেতে বসেছে
সবজি দিয়ে বানানো এই ঘণ্ট সম্পূর্ণ নিরামিষ একটি খাবার। বিশেষ আয়োজনের প্রয়োজন নেই এটা বানানোর জন্য
আলু, ঝিঙে কুমড়ো ডুমো ডুমো করে কেটে নিন। থোড় সরু করে কুচিয়ে নিন। আগের দিন রাতে ভিজিয়ে রাখা মটর ডাল কাঁচা লঙ্কা সহ বেটে নিন
কড়াইয়ে সামান্য তেল দিয়ে গরম করুন। ডাল বাটা থেকে বড়া বানিয়ে মুচমুচে করে ভেজে তুলে রাখুন।
কড়াইয়ে তেল না থাকলে ২-৩ চা চামচ তেল চড়িয়ে গরম করে তাতে শুকনো লঙ্কা, তেজপাতা আর গোলমরিচ গুঁড়ো ফোড়ন, সবজি, আদা বাটা, হলুদ, নুন, চিনি দিয়ে ভাল করে কষিয়ে নামানোর আগে ঘি আর নারকেল কোরা ছড়িয়ে দিন