ভারোত্তোলন মানে শক্তির খেলা। কী খেয়ে শক্তি বাড়িয়েছেন নিম্নবিত্ত পরিবারের ছেলে অচিন্ত্য শিউলি?
উত্তরটা হল, ফ্যান ভাত! নারকেল মাখানো ফ্যান ভাত ভীষণ পছন্দ সোনাজয়ী ভারোত্তোলকের।
ছোটবেলায় অচিন্ত্য মাংস খাওয়ার বায়না করে কান্নাকাটি করতেন।
জরির কাজ করে ছেলের আবদার রাখতে পারতেন না পূর্ণিমা শিউলি।
সংসারের পরিস্থিতি বোঝার বয়স হওয়ার পর বায়না থেমে যায়।
আধপেটা খেয়ে কমনওয়েলথ গেমসে সোনা জয় বাঙালি ছেলের।
ভারতীয় সেনার হাবিলদার পদে কর্মরত অচিন্ত্য এখন দেশের গর্ব।